DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তিন কারণে নির্বাচন কমিশন সর্বমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না : নির্বাচন কমিশনার জাবেদ আলী

1407773569নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন বলেছেন, ‘ভারতের চেয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক বেশি শক্তিশালী। তবে বাংলাদেশে তিনটি কারণে সর্বমহলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না।’ 



সোমবার দুপুর ১২টায় শেরপুর জেলার নবনির্মিত সার্ভার স্টেশন ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।



এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারণ তিনটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে অপারগতা প্রকাশ করে জাবেদ আলী বলেন, ‘ভারতে নির্বাচন কমিশনের প্রতি সব রাজনৈতিক দলের আস্থা রয়েছে; গণমাধ্যমে নির্বাচন কমিশনের ইমেজের ক্ষতি হয়—এমন কোনো নিউজ প্রকাশ করা হয় না। এছাড়া ভারতের নির্বাচন কমিশনের অভিভাবক হিসেবে সুপ্রিমকোর্ট সরাসরি কাজ করে। কিন্তু বাংলাদেশে সে ধরনের অবস্থা এখনও তৈরি হয়নি।’ 



এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা হায়দার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেকছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরীন ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন। 



এর আগে নির্বাচন কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। সার্ভার স্টেশন উদ্বোধন শেষে তিনি নালিতাবাড়ী উপজেলার সার্ভার স্টেশন উদ্বোধন করতে যান। 



শেরপুর জেলা শহরের চক পাঠক এলাকায় ওই নবনির্মিত সার্ভার স্টেশনটি সম্প্রতি ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!