DMCA.com Protection Status
ঈদ মোবারক

চলে গেলেন নাট্যজন অধ্যাপক মমতাজউদ্দীন আহমেদ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  প্রখ্যাত শিক্ষাবীদ, নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমেদ আর নেই। আজ রবিবার বিকল পৌনে ৪টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

 

এর আগে অসুস্থ হয়ে অ্যাপোলো হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। তার শরীর অক্সিজেন পাচ্ছিল না ও কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছিল। এ ছাড়া মস্তিষ্কে পানি জমে গিয়েছিল।

জানা গেছে, আজ বাদ এশা মিরপুর-২ এর রূপনগরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাটের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!