DMCA.com Protection Status
ADS

লন্ডনে ছোটভাই আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় দেশনায়ক তারেক রহমান

tarek-koko-janaja_120062লন্ডনে প্রিয় ছোটভাই আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় অংশ নিলেন দেশনায়ক তারেক রহমান। রোববার পূর্ব লন্ডনের আলতাফ আলী মাঠে স্থানীয় সময় সাড়ে ৩টায় কোকোর গায়েবানা জানাজা শেষে তিনি  প্রয়াত ছোট ভাইয়ের জন্য সবার দোয়া চেয়েছেন।

 

প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফুর রহমানও এতে যোগ দেন।

 

জানাজা শেষে মোনাজাতের আগে তারেক সমবেতদের উদ্দেশে বক্তব্যও রাখেন।দেশনায়ক তারেক রহমানের বক্তব্য প্রচারে বাংলাদেশের আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

 

শনিবার দুপুরে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত কোকো। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

 

মালয়েশিয়ায় তার জানাজা হয় রোববার। এতে বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতা-কর্মীরা অংশ নেন। পরে তারা কোকোর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

কোকোর মরদেহ মঙ্গলবার ঢাকায় নেওয়া হবে। তার মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

 

Share this post

scroll to top
error: Content is protected !!