DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গনবিরোধী এবং নিবর্তনমূলক নতূন জাতীয় সম্প্রচার নীতিমালা বর্জনের ঘোষণা সাংবাদিকদের

image_93085মন্ত্রিসভায় অনুমোদন হওয়া জাতীয় সম্প্রচার নীতিমালাকে গণমাধ্যমের জন্য ‘কালো অধ্যায়’ আখ্যায়িত করেছে সাংবাদিকদের একাংশ। একই সঙ্গে এই নীতিমালা না মানার ঘোষণা দিয়ে নীতিমালার কপিতে আগুনও দিয়েছেন সাংবাদিক নেতারা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুমোদিত সম্প্রচার নীতিমালার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশ থেকে এ ঘোষণা দেয়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকার সাংবাদিক ইউনিয়নের একাংশ এ সমাবেশ করে।

Jounalist_BC-05-08-14-N_11সমাবেশ থেকে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গণমাধ্যমের ‘স্বাধীনতার শত্রু’ হিসেবে ঘোষণা করেন।

একই সঙ্গে পাস হওয়া নীতিমালা বাতিল না হওয়া পর্যন্ত যাতে ‘তথ্যমন্ত্রীকে’ জাতীয় প্রেস ক্লাবে দেখা না যায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, “এই নীতিমালা প্রতিহত করতে না পারলে সাংবাদিকদের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। তাই রক্ত দিয়ে হলেও তারা এই নীতিমালা প্রতিহত করবেন। সরকার এই নীতিমালা করার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। তাই এটা কোনোভাবেই মানা হবে না।”

সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা জানান, এই নীতিমালা বাতিলের দাবিতে মাসব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলবে। পাশাপাশি গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তা, সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে মতবিনিময় সভা করা হবে। পরে বৃহত্তর একটি সমাবেশ করা হবে।

সমাবেশ শেষে বিক্ষোভ করেন সাংবাদিক নেতারা। এরপর তারা নীতিমালার কপিতে আগুন দিয়ে তা না মানার ঘোষণা দেন।

প্রসঙ্গত, সোমবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা। নীতিমালায় সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!