DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মরহুম আরাফাত রহমান কোকোর দাফন হতে পারে বনানীর সেনা কবরস্থানে

Koko (1)শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ দাফন করা হতে পারে বনানীর সেনা কবরস্থানে। মঙ্গলবার তাকে দাফন করা হবে।

রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মালয়েশীয় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকায় পৌঁছুবে।

কোথায় দাফন করা হবে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বনানীর সেনা কবরস্থানে দাফন করা হতে পারে। এজন্য সোমবার আবেদন করা হবে।

শনিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।

রোববার বাদ জোহর দেশটির রাজধানীর কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নিগারায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মালয়েশলীয় বিএনপি নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। জানাজার পর কোকোর মরদেহ ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা হয়েছে। এই হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

এদিকে আরাফাত রহমান কোকোর মরদেহ আনতে মালয়েশিয়া গেছেন তার ছোট মামা শামীম ইস্কান্দারসহ তিনজন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!