DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

র‍্যাব রাজনীতিবীদদের কথায় কান না দিয়ে নিজের কাজ করে যাবেঃ র‍্যাবের নতুন ডিজি বেনজীর আহমেদ

106648_1র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন বেনজীর আহমেদ।

এ সময় প্রেস ব্রিফিংয়ে র‌্যাবকে পুনর্গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। র‌্যাব সদর দফতরে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


তিনি বলেন, ‘প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হয়। বিশ্বে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। এখন দেখব র‌্যাবের সক্ষমতা কতটুকু। এর পর নতুন প্রযুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’বেনজীর আহমেদ জানান, র‌্যাবকে হাইটেক বাহিনীতে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন তিনি।

জঙ্গীবাদ সন্ত্রাসবাদ দমন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস ও সংগঠিত অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে কাজ করাই আমার প্রধান লক্ষ্য হবে।’

বেনজীর আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের শান্তি, শৃঙ্খলা বজায় রাখার সঙ্গে আস্থা অর্জন করে এগিয়ে যাওয়ার লক্ষে আমরা কাজ করব।’

র‌্যাবকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দৃঢ়তার সঙ্গে চেষ্টা করে যাবেন বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

র‌্যাবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নতুন ডিজি বলেন, ‘একশ্রেণীর রাজনীতিবিদ আছেন যারা সবকিছুতেই রাজনীতি খুঁজেন। তাদের কথায় কান না দিয়ে র‌্যাব নিজের কাজটা করে যাবে।’

র‌্যাব সদস্যরা যদি কোনো অপরাধ করে তার দায়-দায়িত্ব নিজেকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দায়িত্ব গ্রহণের সময় তার সঙ্গে ছিল র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।

Share this post

scroll to top
error: Content is protected !!