DMCA.com Protection Status
title="শোকাহত

খোদ রাজধানী ঢাকায় একাধিক আওয়ামী লীগ কার্যালয়ে আগুন

14080146384_15578efd50_bসারা দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের অফিসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেলেও এবার তা ঘটতে শুরু করেছে সরকার কর্তৃক অবরুদ্ধ রাজধানী ঢাকায়।    ৫ জানুয়ারির উত্তপ্ত পরিস্থিতি এবং নিরাপত্তা বাহিনীর প্রবল উপস্থিতির মধ্যেও  রাজধানীতে একাধিক আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে  বিএনপির নেতা কর্মীরা। এছাড়া কয়েকটি বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভজন সরকার ঘটনাগুলোর সত্যতা নিশ্চত করেছেন।

জানা গেছে, সোমাবার ভোর ৪টা ৪৮মিনিটে নয়াবাজার প্রেসরোডে আওয়ামী লীগের অফিসে আগুন দেয় বিএনপি সমর্থকগন। এরপর আগুন দেয়ার ঘটনা ঘটে ধোলাইপাড়ে আওয়ামী লীগ এবং দনিয়া শ্রমিক লীগ কার্যালয়ে।

এদিকে সোমবার ভোর ৪টা ৬ মিনিটে আগারগাঁওতে একটি বাসে এবং ভোর ৪টা ২০ মিনিটে ডেমরা সারুলিয়া রোডে বেকার পরিবহনের আরেকটি বাসে আগুন দেয়ার ঘটনাও ঘটে।

Share this post

scroll to top
error: Content is protected !!