DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

শেষ ইচ্ছা পুরনে মুমুর্ষ সাহারা খাতুনকে আজ এয়ার এ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হচ্ছে।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে তার একান্ত ইচ্ছা পুরনে আজ বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হচ্ছে। সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান,যদিও তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সাহারা খাতুন দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিত্সাধীন। গত ২৬ জুন থেকে আইসিইউতে রয়েছেন তিনি। এর আগেও তিনি কিছুদিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার সামান্য উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

গত বুধবার মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, তার ইচ্ছানুযায়ী উন্নত চিকিত্সার জন্য সাহারা খাতুনকে বিদেশে নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

Share this post

scroll to top
error: Content is protected !!