DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

লালমনিরহাটে শহীদ মিনার ভেঙে দিয়েছে ছাত্রলীগ

102695_1বিজয় দিবস উপলক্ষে ছাত্রলীগ নেতাদের চাঁদা না দেয়ায় শহীদ মিনার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ছাত্র লীগের বিরুদ্ধে। এ নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে। স্কুলের শহীদ মিনার ভেঙে ফেলার পেছনে ছাত্রলীগকেই দায়ী করছে স্থানীয়রা।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনেকেই বলছেন, ওই বিদ্যালয় থেকে এর আগেও ছাত্রলীগ অফিসঘর নির্মাণ বাবদ ২০ হাজার টাকা চাঁদা নিয়েছিল। এবার বিজয় দিবস উদযাপনের চাঁদা না পাওয়ায় তারা শহীদ মিনার ভেঙে ফেলেছে।

এ ব্যাপারে উপজেলার জোংড়া ন্যাশনাল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, মঙ্গলবার মহান বিজয় দিবস একসঙ্গে উদযাপনের বিষয়ে জানাতে এলে ছাত্রলীগের নেতাকর্মীদের ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করতে পরামর্শ দেয়া হয়।

তবে তারা এ সময় শহীদ মিনার সংস্কারের অনুরোধ জানিয়েছিলেন। বুধবার সকালে দেখা যায় শহীদ মিনারটি কে বা কারা ভেঙে ফেলেছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার বিকালে ম্যানেজিং কমিটির সদস্যরা এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকে মামলা করার সিদ্ধান্ত হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!