DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিএনপির মনোনয়ন কিনলেন বাবরের স্ত্রী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

মঙ্গলবার তার পক্ষে ছেলে লাবিব ইবনে জামান নয়াপল্টন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

৩টি উপজেলা, ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯৮ হাজার দুইজন। বর্তমান এমপি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী রেবেকা মমিন।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে ওই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে জয়ী হন। এরপর ১৯৯৬ সালে পরাজিত হলেও ২০০১ সালে তিনি আবার নির্বাচিত হন। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন বঞ্চিত হন বাবর।

সাজাপ্রাপ্ত বাবর এখন আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। তার স্ত্রী তাহমিনা জামান বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করার পর স্থানীয় নেতাকর্মী, সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ রয়েছে। যদিও আগে প্রচার ছিল, তাহমিনা নির্বাচনে আসবেন না। কিন্তু মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনে লড়ার কথা জানান দিলেন তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!