DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’:মাহবুবুল আলম হানিফ

 96s9y87hআওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘আগামী ৫ জানুয়ারিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে আওয়ামী লীগ। একাদশ জাতীয় নির্বাচনের আগে প্রতিবছরই এ দিবসটি পালন করা হবে। এ দিবস উপলক্ষে সারা বাংলাদেশে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করা হবে।’

কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগের এক যৌথ সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘বিএনপি বা কোনো আন্দোলন নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা কিংবা চিন্তা নেই। আওয়ামী লীগ তার নিজেস্ব কর্মসূচি নিয়েই ভাবছে, অন্য কারো কর্মসূচি নয়।’

‘সকল দলের অংশগ্রহণে নির্বাচন না হলে গণতন্ত্র স্থায়ী হবে না’ বিভিন্ন রাজনৈতিক মহলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘যদি দেশে গণতন্ত্র নাই থাকে তবে বিএনপি নেত্রী খালেদা জিয়া কীভাবে বিভিন্ন স্থানে জনসভা করছেন? গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা বিভিন্ন টিভি টকশোতে আওয়ামী লীগের নামে অকথ্য ভাষায় গালাগালি করতে পারছেন, গণমাধ্যমে কথা বলতে পারছেন। গণতন্ত্র মানে এ নয় যে, জ্বালাও-পোড়াও করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা।’

Share this post

scroll to top
error: Content is protected !!