DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গাজায় যুদ্ধাপরাধ অনুসন্ধানে জর্জ ক্লুনি’র বাগদত্তা আমাল

 images6গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে কিনা তা অনুসন্ধানের জন্য হলিউড তারকা জর্জ ক্লুনির বাগদত্তা আমাল আলামুদ্দিনকে নিযুক্ত করেছে জাতিসংঘ।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা তা অনুসন্ধানের জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে জাতিসংঘ। বিশেষজ্ঞ দলটি সাম্প্রতিক ইসরায়েল-ফিলিস্থিন যুদ্ধে উভয় দিক থেকেই কোন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা এবং কোন যুদ্ধাপরাধ সংগঠিত হচ্ছে কিনা তা অনুসন্ধান করবে। দলটি মূলত ‘সামরিক অভিযান পরিচালনা নীতির সাপেক্ষে ১৩ জুন, ২০১৪ থেকে জনহিতকর আইন এবং মানবাধিকার আইনের সকল প্রকার লঙ্ঘন’ নিয়ে অনুসন্ধান করবে বলে জানায় জাতিসংঘ। আমাল ঐ বিশেষজ্ঞ দলেরই একজন। বিশেষজ্ঞ দলের অন্য দু’জন সদস্য হলেন কানাডার আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম স্কাবাস ও জাতিসঙ্ঘের মানবাধিকার আইন বিশেষজ্ঞ ডোডো ডিনে।

উল্লেখ্য, একমাসব্যাপী ইসরায়েল এর আকাশ পথের যুদ্ধ আর হামাসের রকেট বিস্ফোরনের কারণে ১৯৩৮ জন ফিলিস্তিনি এবং ৬৭ ইসরায়লি সেনা নিহত হয়েছে। এছাড়াও জনবহুল গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসাবশেষে পরিণত হচ্ছে।

জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিল্লাই বলেন, গাজায় সামরিক অভিযান চালিয়ে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক আইন অমান্য করছে। তাই বিশ্বশক্তির উচিত একে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতার মুখোমুখি করতে বাধ্য করা। এছাড়া তিনি আরো বলেন, এই যুদ্ধে ইসরায়েল জেনেভা কনভেনশন আইন লঙ্ঘন করে গাজার বাড়ি-ঘর, স্কুল, হাসপাতাল, পাওয়ার প্ল্যান্ট এবং জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে হামলা করেছে।

অন্যদিকে, হামাস যোদ্ধারাও কোন রকম বাছবিচার ছাড়াই ইসরায়েলে রকেট হামলা করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!