DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গণতন্ত্র রক্ষায় ভারতের সহযোগিতা চাইলেন খন্দকার মাহবুব

khandokar-mahbub_150760_97672সুপ্রিম কোর্ট বারের ভাইস চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ চাই না। তবে গণতন্ত্র রক্ষায় তাদের সহযোগিতা কামনা করি।



রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ ল’ টাইমস আয়োজিত ‘ভিসা এবং সর্বোচ্চ সাজা’ বিষয়ক দিনব্যাপী আন্তজার্তিক সেমিনারের তিনি এ আহ্বান জানান।



সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের চেয়ারম্যান ও মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত অসিত বরণ বসু।



অসিত বরণ বসুকে উদ্দেশ্য করে খন্দকার মাহবুব বলেন, একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় মমতা ব্যানার্জিকে পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র রক্ষায় ভারতের হস্তক্ষেপ নয়, নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করি মমতা ব্যানার্জিসহ ভারত সরকার তথা ভারতের জনগণ আমাদের পাশে থাকবে।



বাংলাদেশ ল’ টাইমস আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশেক মোমিন। সেমিনারে ল’ অন ক্যাপিটাল পানিশমেন্ট বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক বিচারপতি মো. দেলোয়ার হোসন। বক্তব্য দেন ব্যারিস্টার বেলায়েত হোসেনসহ প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!