DMCA.com Protection Status
title="শোকাহত

‘১৫ আগস্ট কেক কাটলেই প্রতিহত করা হবেঃইলিয়াস মোল্লা

1407945982১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘জন্মদিন’ উপলক্ষে ঢাকা-১৬ আসনের (পল্লবী-রূপনগর) কোথাও কোনো কেক কাটা যাবে না। যদি কেউ কাটার চেষ্টা চালায় তাহলে সঙ্গে সঙ্গেই তা প্রতিহত করা হবে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা বুধবার এ ঘোষণা দিয়েছেন।



পল্লবী ও রূপনগর থানার ওয়ার্ড আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বুধবার এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় নেতৃবৃন্দ গভীর শোকের সঙ্গে ১৫ আগস্টকে স্মরণ করে বক্তৃতা রাখেন। 



ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি তার বক্তব্যে বলেন, আগস্ট মাসজুড়ে কালো ব্যাজ ধারণ করতে হবে এবং সবার নিজের এলাকায় কালো পতাকা উত্তোলন করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার পাসপোর্ট, বিয়ের কাবিন ও স্কুলে ভর্তির কোথাও জন্মদিন হিসেবে ১৫ আগস্টের কথা উল্লেখ নেই। জাতীয় শোক দিবসকে বিতর্কিত করতেই তিনি এই দিনে বানানো জন্মদিন পালন করেন। শোক দিবস পালন উপলক্ষে কারো কাছ থেকে কোনো ধরনের চাঁদা না নিতে কঠোরভাবে হুঁশিয়ারি দেন ইলিয়াস মোল্লা। তিনি নেতাকর্মীদের বলেন, আমি নিজেই প্রতিটি ওয়ার্ডের জন্য বরাদ্দ রেখেছি। 

Share this post

scroll to top
error: Content is protected !!