সব দ্বিধা-দ্বন্দ্ব ঝেড়ে ফেলে আন্দোলনের কঠোর নির্দেশ দিলেন বেগম খালেদা জিয়া

unnamed-1সব দ্বিধা-দ্বন্দ্ব বিভেদ ভুলে সরকার পতনের আন্দোলনের জন্য ঢাকা মহানগর কমিটিকে সংঘবদ্ধ হওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এজন্য যত দ্রুত সম্ভব ইউনিট ওয়ার্ড ও থানা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

এছাড়া বিভিন্ন দিক নির্দেশনাও দেন তিনি। তবে মহানগর কমিটি নিয়ে অসন্তোষের বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি।

প্রত্যেক সদস্যই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেন বলে জানা গেছে।

Share this post

scroll to top