DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিমানবন্দরের নিরাপত্তায় উদ্বিগ্ন সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সচিবের বৈঠক

dhakaair copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারের তিন সচিবের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ সাত দেশের রাষ্ট্রদূতরা।

আজ বিকাল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে দেড় ঘণ্টাব্যাপি। বৈঠকে কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের রাষ্ট্রদূতরা অংশ নেন।

এছাড়া পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিমান মন্ত্রণালয়ের সচিব বৈঠকে অংশ নেন। বৈঠকের পর রাষ্ট্রদূতের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। তারা বরাবরই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়ে আসছে।

সম্প্রতি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। পরে যুক্তরাজ্যের শর্ত অনুযায়ি দেশটির একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ দেয়া হয় হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে। 

Share this post

scroll to top
error: Content is protected !!