DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

হায় হোসেন, হায় হোসেন ধ্বনিতে পবিত্র আশুরা পালন

ashura_105355মুখে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনি সহযোগে কোমরে বাঁধা ঘুঙুর আর সারাদেহে গাগরির উপরে ক্রস আকৃতির মোড়ানো কাপড় পরিধান করে প্রায় প্রত্যেকের হাতে লাল নিশান (আলাম) নিয়ে শুরু হয় তাজিয়া মিছিল।

 প্রতিবারের মতো যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার পবিত্র আশুরা পালন করেছে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পের অধিবাসীরা।

তবে সেটা কেবলই শোকের মাতম নয়। মোহাম্মদপুরবাসী সুন্নী সম্প্রদায়ের লোকেরা মনে করেন এটি উৎসবের আবহে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মৃতিচারণ করা। ইতিহাসের এই দিনে আছে শোক ও উৎসব। মোহাম্মদপুরের টাউন হল (বিহারী) ক্যাম্পের খলিফা মো. জমির উদ্দিন জানান, মহামানবের মহাপ্রয়াণের দিনটি একই সঙ্গে শোক ও উৎসব। বলা হয় শ্রদ্ধা-উৎসব।

তিনি বলেন, ‘এই দিনটি শুধুই হোসেনকে (রা.) স্মরণ নয় বরং যুগে যুগে মহরমের ১০ তারিখ ঘটা নানা ঘটনার শ্রদ্ধার সঙ্গে স্মৃতিচারণ করা। এই দিনে বেদনাময় ঘটনার পাশাপাশি অনেক আনন্দের ঘটনাও আছে তবে যেহেতু পৃথিবীর সবচেয়ে আদরের সন্তান হোসেনের (রা.) মহাপ্রয়াণ হয়েছে সে কারণে শোকের আবহটা বেশি থাকে।’

 

Share this post

scroll to top
error: Content is protected !!