DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সৌদী আরবে সদ্য প্রয়াত বাদশাহ আবদুল্লাহর দুই ছেলে বরখাস্ত

110014_1ক্ষমতাকে আরও শক্তিশালী করতে সৌদি আরবের নতুন বাদশাহ সালমান বৃহস্পতিবার প্রশাসন ও মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের ঘোষণা দিয়েছেন।

এ রদবদলের মধ্যে রয়েছে নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ ও প্রয়াত বাদশাহ আব্দুল্লাহর দুই ছেলেকে অপসারণ।


বাদশাহ আব্দুল্লাহর মৃত্যুর পর ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মধ্যে বাদশাহ সালমান এ ঘোষণা দিলেন।পৃথক ডিক্রি জারির মাধ্যমে এই রদবদলের ঘোষণা দেওয়া হয়েছে।সৌদি আরবের রাষ্ট্রীয় সংস্থার রাজকীয় নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছে।

রাজকীয় ঘোষণায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদ ও বাদশাহর উপদেষ্টার পদ থেকে বাদশাহ আব্দুল্লাহর ভাতিজা বানদার বিন সুলতানকে সরিয়ে দেওয়া হয়েছে।

প্রয়াত বাদশাহর দুই ছেলে মক্কার গর্ভনর মিশাল ও রিয়াদের গর্ভনর তুর্কিকেও অপসারণ করা হয়েছে বলে সৌদি টেলিভিশনে প্রচারিত ডিক্রিতে বলা হয়েছে।

তবে বাদশাহ আব্দুল্লাহর অপর ছেলে ন্যাশনাল গার্ডের প্রধান হিসেবে দায়িত্বরত মন্ত্রী মিতেবকে তার পদে বহাল রাখা রয়েছে।

বাদশাহ আব্দুল্লাহর সৎভাই সালমান ৩১ সদস্যের মন্ত্রিসভারও ঘোষণা দিয়েছেন। মন্ত্রিসভাতেও বিভিন্ন রদবদল করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!