DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নাশকতাকারীদের ‘শ্যুট অ্যাট সাইট’(দেখা মাত্র গুলি) করা হবেঃ সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসিন আলী

DMC-9

সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ‘নাশকতাকারীদেরকে মানবতা দেখানো যায় না। এদেরকে শ্যুট অ্যাট সাইটের(দেখা মাত্র গুলি) ভিত্তিতে কঠোরভাবে দমন করা হবে।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ বার্ন ইউনিটে এসে দেখলাম পেইনফুল, বেদনাদায়ক, দুঃখজনক পরিস্থিতি। মানবতার জন্য সবাই আমরা কথা বলি। মানুষ এখন মৃত্যু যন্ত্রণায় কাতারাচ্ছে। কীভাবে তা সহ্য করবো?’

সাংবাদিকদের মহসীন আলী বলেন, ‘আমরা যখন আইন করতে যাই তখন আপনারাই মানবতার কথা বলেন। আজকে পার্লামেন্ট চলছে। আমরা এ সংঘাতের বিষয়টি তুলে ধরবো। এক সপ্তাহের মধ্যে আমরা এটি সমাধানের চেষ্টা করবো।’

উল্লেখ্য, এর আগে ১৪ দলের একটি সভা শেষে ব্রিফিংয়ে জোটের অন্যতম শরিক জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল বলেছিলেন, ‘নাশকতাকারীদের প্রথমে পায়ে গুলি করা হবে, এরপরও কাজ না হলে প্রয়োজনে বুকে গুলি করা হবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!