DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে : ইনু

_--_110032_0_116388বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।



মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের পিআইডি সম্মেলন কক্ষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।



খালেদা জিয়াকে বোমাবাজি ও সন্ত্রাসের উস্কানিদাতা মন্তব্য করে মন্ত্রী বলেন, শাহজাহানপুরে পাইপে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের তিনজনকে অগ্নিদগ্ধের ঘটনায় উস্কানিদাতা হিসেবে খালেদা জিয়া হত্যা মামলার সম্মুখীন হবেন।'



খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গ্রেফতারের বিষয়টি প্রশাসন দেখবে, তিনি গ্রেফতার হতে পারেন, যদি তার বিরুদ্ধে হত্যা মামলা হয়।'



বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সরকারের মামলা করার কোনো পরিকল্পনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাসদ সভাপতি বলেন, 'সরকার কোনো পরিকল্পনা করে না। কেউ অপরাধ করলে সরকার পদক্ষেপ নেয়। অপরাধের ভিত্তিতে যে কেউ গ্রেফতার হতে পারে। খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খতিয়ে দেখছে, প্রশাসন বিষয়টি পরীক্ষা করছে।'



৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে দেশে আতঙ্ক তৈরি করতে লাদেনীয় কায়দায় ভিডিও বার্তা দিয়ে দেশের এক অংশ থেকে আরেক অংশকে বিচ্ছিন্ন করতে উস্কানি দিয়ে বিএনপি ভিতিকর পরিস্থিতি তৈরি না করলে এবং খালেদা জিয়া শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা দিলে তিনি সমাবেশ করার সুযোগ গ্রহণ করতে পারতেন বলে মন্তব্য করেন মন্ত্রী।



গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হওয়া স্বাভাবিক মন্তব্য করে তিনি বলেন, গণতান্ত্রিক দলের সঙ্গে জঙ্গিবাদি দলের আলোচনা বা সমঝোতা হয় না।



দেশে সভা সমাবেশ করার অধিকার নিশ্চতভাবে রক্ষিত আছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিক কর্মসূচির নামে সহিংসতা করা গণতান্ত্রিক অধিকার না। তাই সরকার মানুষের জান-মালের নিরাপত্তার স্বার্থেই সতর্কতামূলক ও নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয়েছে। 

Share this post

scroll to top
error: Content is protected !!