DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বি. চৌধুরীর বিকল্প ধারায় আবার ভাঙনের সানাই

image_1039_156116আবার ভাঙনের মুখে পড়েছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারা বাংলাদেশ। বিএনপিতে একীভূত কিংবা ২০ দলীয় জোটের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন প্রশ্নে দলটিতে ভাঙনের এ উপক্রম হয়েছে।



জোটে যোগ দেয়ার প্রশ্নে দ্বিধা-বিভক্ত এখন বিকল্পধারা। বিএনপির সঙ্গে একীভূত আন্দোলনে আপত্তি জানিয়েছেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

অপরদিকে দলের একাংশ চান খালেদা জিয়ার সঙ্গে জোটবদ্ধ আন্দোলন। এ মাসের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে তারা বিএনপিতে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ অংশে নেতৃত্ব দিচ্ছেন বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. নুরুল আমিন বেপারী।



বিকল্পধারা বাংলাদেশের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ৩১ জুলাই বিকল্পধারার প্রেসিডেন্ট বি. চৌধুরীর (বদরুদ্দোজা চৌধুরী) বাসভবন মায়াবীতে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় দলটির অধিকাংশ নেতা বিএনপিতে একীভূত হওয়ার পক্ষে মত দেন। বি. চৌধুরী এ সিদ্ধান্তে সম্মতিও জানিয়েছিলেন বলে জানা যায়।



তবে ৫ জানুয়ারির নির্বাচনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপিতে একীভূত হওয়ার প্রক্রিয়া এগোতে পারেনি বিকল্পধারা।



৩১ জুলাইয়ের ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নুরুল আমিন, যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা। তবে উপস্থিত ছিলেন না মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

পরবর্তী সময়ে দলের মহাসচিব বিএনপিতে একীভূত হওয়ার প্রশ্নে দলীয় এ সিদ্ধান্তে আপত্তি জানান।



দলের একাধিক নেতা জানান, গত সপ্তাহে বি. চৌধুরীর সঙ্গে তার বাসভবনে বিকল্পধারার কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়। বৈঠকে বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন কিংবা একীভূত হওয়া বিষয়ে পুনরায় আলোচনা হয়। বৈঠকে বিকল্পধারার মহাসচিব বলেন, 'আমি তো বিএনপিতে যাবই না। আমার লাশও যাবে না।'



বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকল্পধারার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. নুরুল আমিন বেপারী, যুগ্ম-মহাসচিব মাহী বি. চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার ইউসুফ, দপ্তর সম্পাদক ওয়াসিম প্রমুখ।



এ বিষয়ে বিকল্পধারার সহ-সভাপতি আব্দুর রউফ মান্নান বলেন, 'এ মাসের শেষদিকে বা আগামী মাসের শুরুর দিকে আমরা বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে যাচ্ছি। এটা নিশ্চিত।'



বিকল্পধারার নেতারা বলেন, '৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে বিএনপির সঙ্গে জোট বা একীভূত হওয়ার বিপক্ষে ছিলেন মহাসচিব মেজর (অব.) মান্নান। সম্প্রতি বিএনপি বিরোধী শিবিরে যুক্ত হয়েছেন বি. চৌধুরীর ছেলে মাহী বি. চৌধুরীও।



জানা গেছে, বিকল্পধারার একাংশকে খালেদা জিয়া সাক্ষাৎ দিতে চাইছেন। এজন্য বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীকে দায়িত্বও দেয়া হয়েছে।



সূত্রমতে, বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. নুরুল আমিনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতা আব্দুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার ইউসুফ, মাহবুবুর রহমান, ডিপ্লোমেটিক আব্দুর রহিম, বাদল, ঝান্টু, বিকল্প যুবধারার সভাপতি ওবায়েদ মৃধা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শিগগিরই সাক্ষাৎ করবেন।



বিকল্পধারা সূত্রে জানা গেছে, এ মাসের মধ্যেই বিকল্পধারার প্রেসিডেন্ট বিএনপিতে একীভূত অথবা জোটবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত না নিলে ড. নুরুল আমিনের নেতৃত্বে পার্টির এ অংশ বিএনপিতে যোগ দেবে।



বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় নেতা আব্দুর রউফ মান্নান বলেন, 'বিএনপির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের কিছু চাওয়া-পাওয়া আছে। আমাদের দলের অনেকেই একীভূত হতে চান। আবার অনেকেই জোটবদ্ধ আন্দোলনে শরিক হতে চান। তবে যা-ই হোক জানুয়ারির শুরুতেই আমরা জোটবদ্ধ আন্দোলনে যাব। এতে আমাদের দলের অন্য কেউ না এলেও যাব।'



বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ড. নুরুল আমিন বলেন, '৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে আমাদের সিদ্ধান্ত ছিল বিএনপিতে একীভূত হওয়ার কিংবা জোটবদ্ধ আন্দোলনের। কিন্তু মেজর মান্নানের নামে যে সব কথা শোনা যাচ্ছে তা দুঃখজনক। এগুলো সত্য হয়ে থাকলে তো একসঙ্গে থাকা কষ্টকর।

Share this post

scroll to top
error: Content is protected !!