DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

একুশে টিভির চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

image_109437_0বেসরকারি টেলিভিশন একুশে টিভির চেয়ারম্যান ও বার্তা সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে ঢাকার সিএমএম কোর্টে মানহানি মামলা করা হয়েছে।



বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর আবু তাহের সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে মামলাটি করেন।



মামলার আসামিরা হলেন- একুশে টিভির চেয়ারম্যান মো. আব্দুস সালাম, প্রধান বার্তা সম্পাদক মো. ইব্রাহিম আজাদ, স্টাফ রিপোর্টার ফারুক হোসেন এবং ক্যামেরাম্যান আবদুর রাজ্জাক। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, একুশে টিভিতে গত ২২ নভেম্বর সন্ধ্যা সাতটা, নয়টা ও ১১টায় এবং ২৩ নভেম্বর সন্ধ্যা সাতটার সংবাদে দুই পর্বে বাদীর বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে একটি প্রতিবেদন প্রচার করা হয়।



ওই প্রতিবেদনে বলা হয়, “রীতিমতো তেলেসমাতি কারবার করে বাংলাদেশ ব্যাঙ্কের কর্মচারী আবু তাহের এখন একটি কোম্পানির মালিক। আবু তাহের, যিনি বাংলাদেশ ব্যাঙ্কের একজন কর্মচারী, নিওটেক্স লিমিটেড কোম্পানির মালিক এবং জনতা ব্যাংক, বৈদেশিক বানিজ্য করপোরেট শাখা, ঢাকা থেকে ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়। নিওটেক্স লিমিটেডের সকল লেনদেন আবু তাহেরের স্বাক্ষরে পরিচালিত হয়।”



মামলার আরজিতে বাদীর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ সম্বলিত বক্তব্য প্রচারিত হয়েছে। ওইসব অভিযোগগুলোকে বাদী মিথ্যা, মনগড়া, কাল্পনিক ও মনগড়া বলে দাবি করেছেন। এরকম প্রতিটি অভিযোগের বিপরীতে বাদী তার নিজস্ব বক্তব্যও তুলে ধরেছেন।



মামলায় বাদী নিজেকে একজন একজন সহজ-সরল নিরীহ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে তুলে ধরেছেন। পক্ষান্তরে আসামিদেরকে তথ্য সন্ত্রাসী, অর্থ লোভী, দুর্নীতিবাজ সংঘবদ্ধ চক্র হিসাবে উল্লেখ করা করেণ। বাদীপক্ষে এ মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট দুলাল মিত্র।

Share this post

scroll to top
error: Content is protected !!