DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সেই সচিবদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

100578_1বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করা কর্মরত সচিবদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অবশ্য রাজনৈতিক মতাদর্শের কারনে ইতিমধ্যেই ওএসডি এসব কর্মকর্তার বিরূদ্ধে আর কি ধরনের ব্যাবস্থা নেবেন তার বিস্তারিত জানাননি তিনি।

শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সার্ক সম্মেলন ও মালয়েশিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন লঙ্ঘন করে বিএনপি নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন তাদের চাকরি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তারা কী উদ্দেশ্যে সেখানে গেছেন সে ব্যাপারে সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সচিবালয়ের সাবেক ও বর্তমান ২০/২৫ জন কর্মকর্তা-কর্মচারী। যদিও বিএনপি তা অস্বীকার করেছে।

২০০৬ সালে উত্তরায় মাহমুদুর রহমানের অফিসে আমলাদের বৈঠকের কথাও এ সময় তিনি স্মরণ করিয়ে দেন।

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রীর এই যে গভীর রাতে চুপকে চুপকে দেখা করা.. এটা কেন। একটা সিনেমা আছে না.. চুপকে চুপকে!’

Share this post

scroll to top
error: Content is protected !!