DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারতে ছানি অপারেশন করতে গিয়ে পুরোপুরি অন্ধ হয়ে গেলেন ৬০ জন

eye-sightস্বচ্ছ দৃষ্টি ফিরে পাওয়ার আশায় অপারেশন করে চিরতরে দৃষ্টি হারালেন ৬০ হতভাগ্য।

ভারতরে পাঞ্জাব রাজ্যের গুরদাসপুরে বেসরকারি সংগঠনের উদ্যোগে এক চক্ষু শিবিরে এই ঘটনা ঘটেছে। এ খবর ছড়িয়ে পড়ায় ভারতজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

অস্ত্রোপচার হওয়া রোগীদের অমৃতসর ও গুরুদাসপুরের ইএনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কথা স্বীকার করে অমৃতসরের ডেপুটি কমিশনার রবি ভগৎ জানিয়েছেন, অমৃতসর সংলগ্ন এক গ্রামের ১৬ জন রোগী দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের শহরের সরকারি ইএনটি হাসপাতালে সহকারী অধ্যাপক করমজিৎ সিংয়ের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে। ওই শিবিরে কোন কোন চিকিৎসক চোখের অস্ত্রোপচার করেছিলেন সে ব্যাপারে খোঁজখবর দেয়া হচ্ছে।

অমৃতসরের সিভিল সার্জেন রাজীব ভাল্লা জানান, চক্ষুশিবিরের উদ্যোক্তা বেসরকারি সংগঠন ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ইতিমধ্যে ডেপুটি কমিশনারের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগ রয়েছে, অস্বাস্থ্যকর পরিবেশে শিবিরে ছানি অস্ত্রোপচার করা হয়। তার ফলে ওই ৬০ জনের চোখে সংক্রমণ ঘটে। আর তাতেই ক্ষতিগ্রস্ত হয়েছেন রোগীরা। শুধু তাই নয়, শিবির আয়োজনের আগে জেলা প্রশাসন এবং অমৃতসর ও গুরদাসপুরের সিভিল সার্জেনদের থেকে প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়নি।

ভাল্লা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ৬০ জন রোগীরই বয়স ষাটের বেশি। তারা অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। এই কারণে সরকারি হাসপাতালে তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, কিছুদিন আগে ছত্তিশগড়ের বিলাসপুরে এক সরকারি বন্ধ্যাত্বকরণ শিবিরে অস্ত্রোপচারে খুঁত থাকায় মারা যান ১১ নারী। গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও ৩৪ জন।

Share this post

scroll to top
error: Content is protected !!