DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অপয়া নাম পাল্টাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স

 malayesia01-e1406718352832দুর্নাম ঘোচাতে ও নতুন করে শুরু করতে মালয়েশিয়া এয়ারলাইন্সের নামই পাল্টে দেয়া হচ্ছে। গত ছয় মাসের মধ্যে এই বিমান পরিবহণ সংস্থার দু’টি দুর্ঘটনায় ৫৩৭ জন প্রাণ হারিয়েছে।

বিমান সংস্থাটির বেশিরভাগ অংশের মালিকানা সরকারের। তবে বারবার দুর্ঘটনার কারণে ক্ষতির মুখে পড়া সংস্থাটিকে নতুন করে গড়ে তুলতে নতুন লগ্নিকারীদেরও ডাকা হচ্ছে।

বিমান সংস্থাটির পুনর্গঠনের জন্য প্রতিদ্বন্দ্বী বিমান সংস্থার কাছ থেকে বিনিয়োগ নেয়ার কথাও ভাবছে সরকার। সংস্থার কমার্শিয়াল পাইলট হিউগ ডানলেভি স্থানীয় সংবাদপত্রে জানিয়েছেন, ভবিষ্যতের জন্য সংস্থাকে নতুন করে গড়ে তুলতে সরকার ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছিল, এবার এমএইচ১৭ দুর্ঘটনায় সেই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। এরই জেরে দৈনিক ৫০ হাজার যাত্রী বহনকারী ও ২০ হাজার কর্মীর এই বিমান সংস্থার নতুন নাম ও ব্র্যান্ডিংয়ের কথা ভাবা হয়েছে।

উল্লেখ্য, গত মার্চে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী এমএইচ ৩৭০ বিমানটি আকাশে ওড়ার ঘণ্টা খানেকের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেটির এখনো কোনো খোঁজ মেলেনি। ওই বিমানে ২৩৯ জন যাত্রী ছিল।

আবার চলতি মাসেই বোয়িং ৭৭৭ আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওয়ার সময় ইউক্রেনের সীমান্তে ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। বিমানের ২৯৮ আরোহীই নিহত হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!