DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশে একটি অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করার আহবান যুক্তরাজ্যের

bfmবাংলাদেশে উত্তেজনা প্রশমনে অবিলম্বে একটি অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুগো সোয়ার।
 
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
 
বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটেন উল্লেখ করে তিনি বলেন, বিগত ৬০ দিনের সহিংসতা ও অস্থিরতায় বাংলাদেশের অগণিত মানুষের জীবিকা, শিক্ষা ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করেছে। এটা খুবই দু:খজনক। গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো স্থান নেই।
 
তিনি সহিংসতা বন্ধের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকারকে আস্থা বর্ধক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!