DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বকাপ ট্রফি ভেঙ্গে ফেলেছে জার্মানরা!

452229306.0_standard_783.0-300x200বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপন করতে গিয়ে ট্রফিটাই ভেঙ্গে ফেলেছে জার্মানরা। কমপক্ষে দশ হাজার ভক্ত-সমর্থক নিয়ে বার্লিনে জয়-উৎসবের আয়োজন করেছিল জার্মানি। বার্লিনের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত ওই বিশাল আয়োজনে কাঙ্খিত ট্রফিটি নিয়ে নাচ, গান আর পানে মেতে উঠেছিল জার্মান খেলোয়াড় থেকে শুরু করে নাগরিকরা। ওই অনুষ্ঠানের সময়ই ট্রফিটার ক্ষুদ্র একটি অংশ ভেঙ্গে যায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া বিষয়ক সংবাদপত্র এসবিনেশনজানিয়েছে, এই ট্রফি ভেঙ্গে যাওয়া নিয়ে মোটেও চিন্তিত নন জার্মান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নেজারবাক। বরং বিষয়টিকে তিনি হেসেই উড়িয়েই দিয়েছেন।

জার্মান প্রেসিডেন্ট নেজারবাক বলেন, খেলোয়াররা ট্রফি হাতে নিয়ে জয় উদযাপন শেষে দেখা গেল বিশ্বকাপ ট্রফিটা ভেঙ্গে গেছে। অনুষ্ঠানে ট্রফির এক অংশ খোয়া গেলেও চিন্তা করার কোনো কারণ নাই। কেননা এটা মেরামত করার মত বিশেষজ্ঞও আমাদের আছে। এবং কে এই ট্রফিটি ভেঙ্গেছে এ নিয়ে তদন্তও চলছে।

যেহেতু অনুষ্ঠানে খেলোয়াড়সহ হাজারও মদ্যপ মানুষ ছিল যারা ট্রফিটি ছুঁয়ে দেখেছে। এজন্য সবাইকে সন্দেহ হলেও কাউকে শনাক্ত করা যাচ্ছে না। নেজারবাক আরও বলেন, আমরা এই ঘটনার তদন্ত করেছি কিন্তু তাৎক্ষণিকভাবে এর কোনো ফলাফল পাইনি।

বিশ্বকাপ ট্রফি ভাঙ্গা নিয়ে নেজারবাক আরও বলেন, খেলোয়াড়রা বিশ্বকাপ জিতেছে এবং আমরা এই জয় উদযাপন করেছি। ট্রফি ভেঙ্গেছে কি ভাঙ্গেনি এটা খেয়াল রাখার বিষয় নয়, জার্মান দল ফুটবল বিশ্বকাপ জিতেছে এটাই সবচেয়ে আনন্দের ব্যাপার।

Share this post

scroll to top
error: Content is protected !!