DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বঙ্গবন্ধু এবং প্রধান মন্ত্রীকে কটূক্তিঃ খুলনা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেফতার

image_89022_0বঙ্গবন্ধু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার দায়ে নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের শিক্ষক রাজিব হাসনাত শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে।
 
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকেই তাকে গ্রেফতার করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি মো. মারুফ আহম্মদ জানান।
 
এই শিক্ষককে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

ওসি মো. মারুফ জানান, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে জেলা প্রশাসক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে।
 
এর আগে সকালে সোনাডাঙ্গা থানার এসআই আহম্মেদ আনোয়ার শাকিলকে আসামি করে একটি মামলা করেন, যাতে তার বিরুদ্ধে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তি করার অভিযোগ আনা হয়।
 
মামলায় বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে ক্লাস চলাকালে শাকিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ফেরাউন’, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিক’ এবং রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘বটতলার উকিল’ বলেন।
 
একই ঘটনায় বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একটি লিখিত অভিযোগ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আইনজীবী আবদুল মালেক।
 
এতে ওই শিক্ষক ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসের ইনচার্জ আনোয়ারুল করিমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
 
অভিযোগটি মামলা আকারে না নিয়ে তা তদন্ত করে ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে ঢাকার কোতয়ালি থানাকে নির্দেশ দেন বিচারক।

Share this post

scroll to top
error: Content is protected !!