DMCA.com Protection Status
title="শোকাহত

সাদ্দামকে মৃত্যুদণ্ড দানকারী বিচারককে হত্যা করেছে আইএসআইএস

image_97109_0ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণাকারী বিচারককে অপহরণের পর হত্যা করেছে সুন্নি বিদ্রোহীদের দল আইএসআইএস এর জঙ্গিরা। বিচারক রউফ আবদুল রহমান ২০০৬ সালে ওই রায় ঘোষণা করেছিলেন। এই কারণে তার প্রতি সুন্নি সম্প্রদায়ের ব্যাপক ক্ষোভ ছিল। এর আগে তিনি দেশত্যাগেরও চেষ্টা করেছিলেন বলে ডেইলি মেইল প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
 
 
তবে বিচারকের হত্যার খবর নিশ্চিত করেনি ইরাক সরকার। তবে তারা গত সপ্তাহে তাকে অপহরণ করা হয়েছে বলে যে খবর বেরিয়েছিল তা অস্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, গত ১৬ জুন ৬৯ বছর বয়সী বিচারক রউফ আবদুল রহমান আটক করা হয়েছিল। এর দু দিন পর তাকে হত্যা করে বিদ্রোহীরা।

স্থানীয় আল মেসিরুন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়,  জর্দানের সংসদ সদস্য খলিলি আতেহ তার ফেসবুকে লিখেছেন,‘ইরাকের বিদ্রোহী গোষ্ঠি তাকে আটক করেছে এবং সাদ্দম হোসেনের শহীদ হওয়ার ঘটনায় তাকে হত্যা করা হয়েছে।’

Share this post

scroll to top
error: Content is protected !!