DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সৌদি আরব থেকে ফিরলেন ৯১ জন নির্যাতিত নারী গৃহকর্মী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৯১ জন নির্যাতিত নারী। যারা সে দেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ৬৬ জন নারী। এর আগে ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফিরেছেন ২৫ জন নারী।সব মিলিয়ে একদিনে ৯১ জন নারী দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা।

এসব গৃহকর্মী নিয়োগকর্তা কর্তৃক অমানবিক নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে।

সৌদি থেকে এবস নারীদের ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান বলেন, ‘চলতি বছরে আজ পর্যন্ত ৫২৫ নির্যাতিত নারী গৃহকর্মী দেশে ফিরেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!