DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

উত্তরায় কলেজ ছাত্রী অপহরনঃবাধা দেয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিরাপত্তাকর্মী খুন

image_89074_0রাজধানীর উত্তরায় দুর্বৃত্তদের গুলিতে লিটন (৪৫) নামের এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উত্তরার চার নম্বর সেক্টরের তিন নম্বর সড়কেএ ঘটনা ঘটে।



লিটন তিন নম্বর সড়কের একটি বাড়ির নিরাপত্তা কর্মী।



উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে ওই সড়ক দিয়ে একটি মেয়েকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল কয়েকজন দুর্বৃত্ত। ঘটনা দেখে লিটন মেয়েটিকে রক্ষা করতে এগিয়ে যান।

এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি লিটনের কোমরে বিদ্ধ হলে তিনি মাটিতে পড়ে যান। এই সুযোগে মেয়েটিকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।



পরে গুরুতর অবস্থায় লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!