DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় পড়া ৯৭জন উচ্চ পদস্থ বাংলাদেশী পুলিশ অফিসারের তালিকা প্রকাশ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ফারুক হোসেন বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। তবে তারা কারা, এর কোনো তালিকা এখনো পায়নি।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা বিধিনিষেধে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না। যাদের ওপর ভিসা নীতি এসেছে, তারা যুক্তরাষ্ট্র যেতে পারবেন না।

তিনি বলেন, পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসা বিধিনিষেধে দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত ঘটাবে না। এতে পুলিশের কাজের গতি কমবে না।

প্রসঙ্গত, গত ২৪ মে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু ও অবাধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ভিসা নীতি ঘোষণা করে। এর চার মাসের মাথায় গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারী বা জড়িত থাকা বাংলাদেশি ব্যক্তিদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব ব্যক্তির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন রাজনৈতিক দল ও বিরোধী দলের সদস্যও রয়েছেন।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। যে সাতজনের ওপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাদের মধ্যে রয়েছেন পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। ওই নিষেধাজ্ঞার আওতায় থাকা র‌্যাবের তৎকালীন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন পুলিশের আইজি।

এখন পর্যন্ত  মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পড়া পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা আমাদের হাতে এসে পৌছেছেঃ

১। নুর মোহাম্মদ, সাবেক আইজিপি ও সচিব।

২। ডঃ জাভেদ পাটোয়ারী, সাবেক আইজিপি, বর্তমানে সৌদি আরবে রাষ্ট্রদূত।

৩। ডঃ হাসান মাহমুদ খন্দকার, সাবেক আইজিপি ও রাষ্ট্রদূত।

৪। একেএম শহীদুল হক, সাবেক আইজিপি।

৫। আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার। এবং

৬। শফিকুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার, বর্তমানে সদস্য পিএসসি।

বাকীদের নাম তাদের বিসিএস ব্যাচ এবং বর্তমান পদবী অনুসারে প্রদান করা হলোঃ

১। মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজি, ১৫তম বিসিএস, এস বি প্রধান।

২। মোহাম্মদ কামরুল ইসলাম, বিপিএম (বার) অতিরিক্ত আইজি এডমিন, পুলিশ সদরদপ্তর।

৩। খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি।

৪। মোঃ দিদার আহম্মদ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি রেলওয়ে, বিসিএস-১২।

৫। মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি ক্রাইম, বিসিএস -১২।

৬। এম খুরশিদ হোসেন, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত আইজিপি, বিসিএস-১২।

৭। মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), অতিরিক্ত আইজিপি, রিভার পুলিশ, বিসিএস-১২।

৮। বনজ কুমার, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত আইজিপি, পিবিআই, বিসিএস-১২।

৯। ডঃ হাসান উল হায়দার, বিপিএম, অতিরিক্ত আইজিপি, এপিবিএন, বিসিএস-১২।

১০। মোঃ শাহাবুদ্দীন খান,বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, হাইওয়ে, বিসিএস-১২।

১১। ওয়াই এম বেলালুর রহমান, বিপিএম, অতিরিক্ত আইজিপি, টেলিকম, বিসিএস-১৫।

১২। মোঃ মাহবুবর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত আইজিপি, শিল্প পুলিশ, বিসিএস-১৫।

১৩। মীর রেজাউল আলম, বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, পুলিশ একাডেমি, বিসিএস-১৫।

১৪। ব্যারিস্টার হারুন-অর-রশিদ,

অতিরিক্ত আইজিপি, এইচ আর এম, পুলিশ সদর, বিসিএস-১৫।

১৫। মোহাম্মদ আলী মিয়্যা, বিপিএম, পিপিএম,

অতিরিক্ত আইজিপি, সিআইডি, বিসিএস-১৫।

১৬। সেলিম মোঃ জাহাঙ্গীর, অতিরিক্ত আইজিপি, বিসিএস-১৫।

১৭। খন্দকার লুৎফুল কবির, পিপিএম, অতিরিক্ত আইজিপি, বিসিএস-১৫।

১৮। মাসুদুর রহমান ভূইয়া, ডিআইজি, বিসিএস-১৫।

১৯। তওফিক মাহবুব চৌধুরী, ডিআইজি, বিসিএস-১৫।

২০। বশির আহম্মদ, পিপিএম (বার), ডিআইজি, বিসিএস-১৭।

২১। হাবিবুর রহমান, বিপিএম (বার)

পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার, বিসিএস-১৭।

২২। মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম (বার),পিপিএম (বার), ডিআইজি, বিসিএস-১৭।

২৩। একেএম হাফিজ আক্তার, বিপিএম (বার),

ডিআইজি, বিসিএস-১৭।

২৪। ড: খ: মহিউদ্দিন, বিপিএম (বার), ডিআইজি, বিসিএস-১৭।

২৫। মফিজ উদ্দীন আহম্মেদ, পিপিএম, ডিআইজি, বিসিএস-১৭।

২৬। মোঃ আবদুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, বিসিএস-১৭।

২৭। মোঃ আবুল কালাম সিদ্দীক, ডিআইজি, বিসিএস-১৭।

২৮। মোঃ নিশারুল আরিফ, ডিআইজি, বিসিএস-১৭।

২৯। মোঃ আমিনুল ইসলাম, ডিআইজি, বিসিএস-১৭।

৩০। সালেহ মোহাম্মদ তানভীর, ডিআইজি, বিসিএস-১৭।

৩১। মোঃ আবদুল কুদ্দুস আমিন, ডিআইজি, বিসিএস-১৭।

৩২মোঃহারুন-অর-রশীদ, ডিআইজি(17 BCS),

৩৩। শেখ নাজমুল আলম, ডিআইজি, বিপিএম (বার) পিপিএম, বিসিএস-১৭।

৩৪। আমেনা বেগম, বিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৩৫। মোঃ শফিকুল ইসলাম, বিপিএম,পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-১৮।

৩৬। এসএম আক্তারুজ্জামান, ডিআইজি, বিসিএস-১৮।

৩৭। হায়দার আলী খান, ডিআইজি, বিসিএস-১৮।

৩৮। মোঃ মনিরুল ইসলাম, ডিআইজি, বিসিএস-১৮।

৩৯। মোঃ আজাদ মিয়া, ডিআইজি।

৪০। মোঃ রুহুল আমিন, বিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৪১। এজাজ আহমেদ, পিপিএম (সেবা) অতিরিক্ত ডিআইজি, বিসিএস-১৮।

৪২। মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৪৩। মোঃ রেজাউল হক পিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৪৪। মোঃ মনির হোসেন, বিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৪৫। মোঃ মনিরুজ্জামান, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৪৬। মোঃ মিজানুর রহমান, বিপিএম (বার), ডিআইজি, বিসিএস-১৮।

৪৭। মোঃ মুনিবুর রহমান, ডিআইজি, বিসিএস-২০।

৪৮। কাজী জিয়া উদ্দীন, ডিআইজি, বিসিএস-১৮।

৪৯। মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার), ডিআইজি, বিসিএস-১৮।

৫০। মাহবুবুল আলম, পিপিএম (বার) ডিআইজি, বিসিএস-১৮।

৫১। মাহফুজুর রহমান, পিপিএম, বিপিএম, ডিআইজি, বিসিএস-১৮।

৫২। একেএম আহসান উল্লাহ, ডিআইজি, বিসিএস-২০।

৫৩। শাহ মিজান শফিউর রহমান, বিপিএম (বার)পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৫৪)। মোল্লা নজরুল ইসলাম, বিপিএম (বার)পিপিএম (বার), ডিআইজি, বিসিএস-২০।

৫৫। এস এম মোস্তাক আহমেদ খান, বিপিএম,পিপিএম (বার), ডিআইজি, বিসিএস-২০।

৫৬। জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৫৭। মঈনুল হক, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৫৮। ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৫৯। শ্যামল কুমার নাথ, ডিআইজি, বিসিএস-২০।

৬০। নুরে আলম মিনা,বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৬১। মোঃশাহ আবিদ হোসেন, বিপিএম (বার), ডিআইজি, বিসিএস-২০।

৬২। জামিল হাসান, বিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৬৩। মোঃ মাসুদুর রহমান, ডিআইজি, বিসিএস-২০।

৬৪। সাইফুল ইসলাম, বিপিএম (বার),

ডিআইজি, বিসিএস-২০।

৬৫। সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৬৬। ফয়সাল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২০।

৬৭। আনিসুর রহমান, বিপিএম(বার) পিপিএম(বার), ডিআইজি, বিসিএস-২০।

৬৮। বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি, বিসিএস-২০।

৬৯। মোঃ হারুনর রশীদ, বিপিএম (বার) পিপিএম (বার), ডিআইজি, বিসিএস-২০।

৭০। মোঃ মনিরুজ্জামান, পিপিএম, ডিআইজি, বিসিএস-২০।

৭১। শামসুন্নাহার, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২০।

৭২। মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২০।

৭৩। মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৭৪। বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৭৫। সাজ্জাদূর রহমাম, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৭৬। বিজয় বসাক, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৭৭। হাসিবুল আলম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৭৮। আ স ম মাহতাব উদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৭৯। মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, বিপিএম,পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৮০। শামীমা বেগম, ডিআইজি, বিসিএস-১৮।

৮১। সালমা বেগম, ডিআইজি, বিসিএস-১৮।

৮২। এস এম রশিদুল হক পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২১।

৮৩। মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২২।

৮৪। এস এম মেহেদী হাসান, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২২।

৮৫। এস এম জাহাঙ্গীর আলম, পিপিএম, এসপি, বিসিএস-২২।

৮৬। মোহাম্মদ হাসানুজ্জামান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২২।

৮৭। মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২২।

৮৮। মোঃ মুহিবুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২৪।

৮৯। মোঃ ফরিদ উদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিসিএস-২৪।

৯০। এস এম আশ্রাফুজ্জান, এসপি, বিসিএস-২৪।

৯১। মোঃ মোখলেসুর রহমান, এসপি, বিসিএস-২৪।

৯২। মোঃ জসিম উদ্দীন, পিপিএম বার, এসপি, বিসিএস-২৪।

৯৩। মশিউর রহমান, বিপিএম, পিপিএম (বার), এসপি, বিসিএস-২৪।

৯৪। মোঃ আনিসুর রহমান, এসপি, বিসিএস-২৪।

৯৫। রিফাত রহমান শামীম, এসপি, বিসিএস-২৪।

৯৬। মোঃ শহীদুল্লাহ বিপিএম, পিপিএম, এসপি, বিসিএস-২৪।

৯৭। প্রলয় কুমার জোয়ার্দার, এসপি, বিসিএস-২৪।

Share this post

scroll to top
error: Content is protected !!