DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশের ৮০ গনমাধ্যম ব্যক্তিত্ব!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মার্কিন ভিসা নীতিমালার আওতায় ভিসা বাতিল কৃত বাংলাদেশে গনমাধ্যমে কর্মরতদের ৮০ জনের নামের  একটি তালিকা দৈনিক প্রথম বাংলাদেশের হাতে এসে পৌছেছেঃ

১.ইকবাল সোবাহান চৌধুরী, সম্পাদক, ডেইলি অবজারভার।

২.আবুল কালাম আজাদ, প্রধান সম্পাদক, বাসস।

৩.শ্যামল দত্ত, সম্পাদক, ভোরের কাগজ।

৪.নাঈমুল ইসলাম খান, ইমিরিটাস এডিটর।

৫.মোজাম্মেল বাবু, প্রধান সম্পাদক, একাত্তর টেলিভিশন।

৬.শফিকুর রহমান, সাবেক সভাপতি, প্রেস ক্লাব ও এমপি।

৭.তাসমিমা হোসেন, সম্পাদক, ইত্তেফাক।

৮.সাইফুল আলম, সম্পাদক, যুগান্তর।

৯.নঈম নিজাম, সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।

১০.আবেদ খান, সিনিয়র সাংবাদিক।

১১.শাইখ সিরাজ, বার্তা প্রধান, চ্যানেল আই

১২.মুন্নী সাহা, প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন নিউজ।

১৩.তৌফিক ইমরোজ খালিদী, সভাপতি, এডিটরস গিল্ড।

১৪.নাসিমা খান মন্টি, সম্পাদক, আমাদের নতুন সময়।

১৫.সন্তোষ শর্মা, সম্পাদক, কালবেলা।

১৬.গোলাম রহমান, সম্পাদক, আজকের পত্রিকা।

১৭.ইমদাদুল হক মিলন, প্রধান সম্পাদক, কালের কণ্ঠ।

১৮.আলমগীর হোসেন, সম্পাদক, সমকাল।

১৯.ফরিদ হোসেন, সম্পাদক, ইউএনবি।

২০.স্বদেশ রায়, নির্বাহী সম্পাদক, জনকণ্ঠ।

২১.ফরিদা ইয়াসমিন, সভাপতি, জাতীয় প্রেসক্লাব

২২.মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি টেলিভিশন।

২৩.সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, গাজী টিভি।

২৪.ইনাম আহমেদ, সম্পাদক, দ্য বিজনেস। স্ট্যান্ডার্ড ও সম্পাদক, এডিটরস গীল্ড।

২৫.জুলফিকার রাসেল, সম্পাদক, বাংলা ট্রিবিউন।

২৬.আলতামাশ কবির, সম্পাদক, দৈনিক সংবাদ।

২৭.সুকান্ত গুপ্ত অলক, দেশ টিভি।

২৮.জ ই মামুন, প্রধান নির্বাহী সম্পাদক, এটিএন বাংলা।

২৯.মনজুরুল আহসান বুলবুল, সাংবাদিক নেতা।

৩০.শাবান মাহমুদ, প্রেস মিনিস্টার, দিল্লি।

৩১. রিয়াজুল বাশার, নির্বাহী সচিব, এডিটরস গিল্ড।

৩২.মুজতবা দানিশ, বার্তা প্রধান, সময় টিভি।

৩৩.আব্দুল মজিদ, বৈশাখী, যুগ্ম মহাসচিব, বিএফইউজে।

৩৪.শোয়েব চৌধুরী, এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান, এশিয়ান এইজ।

৩৫. এম শামসুর রহমান, এডিটর ইন চিফ, ইন্ডিপেন্ডেন্ট টিভি।

৩৬. জাফর সোবহান, সম্পাদক, ঢাকা ট্রিবিউন।

৩৭. রেজোয়ানুল হক রাজা, বার্তা প্রধান, মাছরাঙা টেলিভিশন।

৩৮. শরিফ সাহাব উদ্দীন, প্রধান সম্পাদক, বাংলাদেশ পোস্ট।

৩৯. ওমর ফারুক, সভাপতি, বিএফইউজে।

৪০. দীপ আজাদ, মহাসচিব, বিএফইউজে।

৪১. ফারজানা রূপা, একাত্তর টিভি।

৪২. শাকিল আহমেদ, হেড অব নিউজ, একাত্তর টিভি।

৪৩. সৈয়দ বোরহান কবীর, সম্পাদক, বাংলা ইনসাইডার।

৪৪. মাসুদা ভাট্টি, এডিটর-ইন-চার্জ, আমাদের অর্থনীতি।

৪৫. মিথিলা ফারজানা, একাত্তর টিভি।

৪৬. ফাহিম আহমেদ, সিএনই, যমুনা টিভি।

৪৭. মোল্লা জালাল, সভাপতি, বিএফইউজে।

৪৮. ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই।

৪৯. কাশেম হুমায়ুন, সংবাদ।

৫০. আহমেদ পিপুল, এনটিভি।

৫১. সোমা ইসলাম, চ্যানেল আই

৫২. সাজু রহমান, জিটিভি।

৫৩. নবনীতা চৌধুরী, একাত্তর/ব্র্যাক।

৫৪. নাজনীন মুন্নী, একাত্তর টিভি।

৫৫. শাহনাজ শারমিন, নাগরিক টিভি।

৫৬. হাসান শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক।

৫৭. সালিম সামাদ, সিনিয়র সাংবাদিক।

৫৮. আজিজুল ইসলাম ভূইয়া, বাসস।

৫৯. কুদ্দুস আফ্রাদ, আনন্দবাজার।

৬০. নজরুল কবীর।

৬১.চৌধুরী শারাফাত, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক বাংলা।

৬২. আরিফুর রহমান দোলন, সম্পাদক, ঢাকা টাইমস।

৬৩.অঞ্জন রায়।

৬৪. সুভাষ সিংহ রায়।

৬৫.নুরুল ইসলাম হাসিব, বিডি নিউজ।

৬৬.রফিকুল ইসলাম রনি, বাংলাদেশ প্রতিদিন।

৬৭.জয়দেব চন্দ্র দাস, বৈশাখী।

৬৮.মাইনুল ইসলাম, জিটিভি।

৬৯.অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট টিভি।

৭০.দেবাশীষ রায়, সময় টেলিভিশন।

৭১. শুক্কুর আলী শুভ, বাসস।

৭২.শাহ আলী জয়, নিউজ টুয়েন্টিফোর।

৭৩.আলী আসিফ শাওন, বাংলা ট্রিবিউন।

৭৪.আবদুল্লাহ আল মামুন, কালের কন্ঠ।

৭৫.জুনায়েদ খান, চ্যানেল ২৪।

৭৬.নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।

৭৭.সাইদুর আবির, মাই টিভি।

৭৮.সুমন মাহবুব, বিডিনিউজ।

৭৯.কবির আহমেদ খান, সাবেক সাধারণ সম্পাদক, ডিআরইউ।

৮০.শেখ জামাল, সম্পাদক, মুখপাত্র ও যুবলীগ নেতা।

Share this post

scroll to top
error: Content is protected !!