DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় আবারও হার মেয়েদের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিশ্বকাপের বড় মঞ্চে বোলাররা মোটামুটি ভালোই করছেন, কিন্তু ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না বাংলাদেশের মেয়েদের। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তৃতীয় ম্যাচে হার দেখেছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার কাছে তারা হেরেছে ২৫ রানে।

বাংলাদেশের মেয়েদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৭ রানের বেশি এগোতে পারেনি শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সিরিবর্ধনে। ১৬ রান আসে সুরাঙ্গিকার ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন জাহানারা আলম। ৪ ওভারে ২১ রান খরচায় ৩টি উইকেট নেন তিনি। একটি করে উইকেট নেন খাদিজাতুল কুবরা, রুমানা আহমেদ আর ফাহিমা খাতুন।

জবাবে ২০ ওভারে ৭২ রানেই গুটিয়ে যায় সালমা খাতুনের দল। বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অংকের ঘর ছুঁতে পেরেছেন। নিগার সুলতানা করেন ২০ রান। ১১ রান করে করেন ওপেনার আয়েশা রহমান আর দশ নাম্বারে নামা রিতু মনি।

৩ ওভার হাত ঘুরিয়ে ১৭ রান খরচায় ৩টি উইকেট নেন শ্রীলঙ্কার জায়াঙ্গানি। দারুণ ব্যাটিংয়ের পর বোলিংয়েও সফল সিরিবর্ধনে, নেন ২টি উইকেট। এছাড়া ২ উইকেট পান প্রভুধানি।

Share this post

scroll to top
error: Content is protected !!