DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আজ থেকে শুরু হচ্ছে ফোক ফেস্ট, প্রথমদিন গাইবেন যারা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ বৃহস্পতিবার ১৫ নভেম্বর লোক গানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’র পর্দা উঠছে । উৎসবে প্রবেশের জন্য গেট খোলা হবে সন্ধ্যা ৬টায়, চলবে রাত ১২টা পর্যন্ত।

প্রতিবারের মতো এবারেও রাজধানীর আর্মি স্টেডিয়ামেই বসবে দেশ-বিদেশের লোক গানের শিল্পীদের মিলন মেলা। তিন দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।

এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশ থেকে শিল্পীরা অংশ নেবেন। গান করবেন মোট ১৭৪ জন সংগীতশিল্পী। এদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ, নকশীকাঁথা, স্বরব্যাঞ্জো।

ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্সিত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস সংগীত পরিবেশন করবেন।

আজ প্রথমদিন উৎসবে পরিবেশানা নিয়ে আসবেন বাংলাদেশের বাউল আব্দুল হাই দেওয়ান, ভাবনা নৃত্যদল, ভারতের ওয়াদালি ব্রার্দাস, সাত্যকি ব্যানার্জি ও পোল্যান্ডের দিকান্দা।

Share this post

scroll to top
error: Content is protected !!