DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের তুর্কি নায়ক বুরাক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে আসছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক অ্যাজিভিট। নামে কি চিনতে কিছুটা সমস্যা হচ্ছে? তবে বলি তিনি হলেন কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক অ্যাজিভিট। হ্যাঁ তিনিই আসছেন বাংলাদেশে।

বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন অভিনেতা বুরাক অ্যাজিভিট নিজেই। ভিডিওতে তাকে বাংলায় কথা বলতে দেখা গেছে।

তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।

জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে কুরুলুস উসমান সিরিজের নায়ক বুরাক বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন, সেটি এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, বুরাক অ্যাজিভিট একজন তুরস্কের অভিনেতা। উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। বর্তমানে বিশ্বের প্রায় ১৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করেন।

১৯৮৪ সালের ২৪ ডিসেম্বর জন্ম বুরাক অ্যাজিভিটের। দক্ষিণ-পূর্ব তুরস্কের মেরসিতে জন্ম তার। বাবা বুলেন্ত অ্যাজিভিট ও মা শেয়হান অ্যাজিভিট। বুরসান দেনিস নামে তার এক বোনও আছেন। অভিনেতা বুরাক তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে।

Share this post

scroll to top
error: Content is protected !!