DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশে উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বিদেশীরাঃ যুক্তরাজ্য সরকারের নিরাপত্তা আপডেট

UnionJackক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশী নাগরিকদের ( বিশেষ করে পশ্চিমা নাগরিক ) ওপর হামলা হতে পারে- এমন আশঙ্কায় যুক্তরাজ্যের বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয় দেশটির নাগরিকদের নিরাপত্তায় সোমবার ভ্রমণ বিষয়ক বার্তা হালনাগাদ করেছে।

এ ছাড়া হরতালে বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির বিদেশ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রণালয়।

ব্লগার-প্রকাশকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের আহ্বানে মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হয়।

বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে এখনো উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। বিদেশী নাগরিকদের (বিশেষ করে পশ্চিমা নাগরিক) ওপর হামলা হতে পারে।’

ওই বার্তায় গুরুত্বের সঙ্গে এ তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ‘বাংলাদেশে মঙ্গলবার সকাল থেকে অর্ধদিবস সাধারণ হরতাল আহ্বান করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে এ সময়ে কারও ঘর থেকে বের না হওয়াই ভাল।’

Share this post

scroll to top
error: Content is protected !!