DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সিনহা পন্থীদের অপসারনে সুপ্রিমকোর্ট প্রশাসনে ব্যপক রদবদল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা সুপ্রিম কোর্ট প্রশাসনে শিগগিরই রদবদল করবেন বলে জানিয়েছেন অবৈধ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার বিকেলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে তার খাসকামরায় দীর্ঘ বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের একথা জানান। আনিসুল হক বলেন, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট প্রশাসনে কিছু রদবদল করবেন। তিনি এ বিষয়টি আমাকে অবহিত করেছেন।’

তবে দেশের বিশিষ্ট আইনজ্ঞদের মতে প্রধান বিচারপতি এস কে সিনহার সময় নিয়োগ পাওয়া এবং তার প্রতি সহানুভুতিশীল কর্মকর্তাদের দ্রুত অপসারন/বদলী করার উদ্দেশ্যেই এ নজীর বিহীন রদবদল করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগের বিষয়টি আগামীকালই (বৃহস্পতিবার) সুরাহা হতে পারে, গেজেট প্রকাশ হতে পারে।’
এসময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার ছুটির বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি আজই ঢাকায় ফিরবেন। তারপর এ বিষয়ে তিনি সিন্ধান্ত নেবেন।
বিচারকদের শৃঙ্খলাবিধির বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে যে আলাপ-আলোচনা হয়েছে তাতে আগামী নির্ধারিত তারিখে শুনানির আগেই বিষয়টি সুরাহা হবে।’
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা দায়িত্ব নেওয়ার পর গত ৫ অক্টোবর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দায়িত্ব পালনে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন আইনমন্ত্রী।

Share this post

scroll to top
error: Content is protected !!