বিএনপি বেয়াদবের দল:ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চোধুরী মায়া

maya-filepic_120060ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘বিএনপি বেয়াদবের দল। এদের সঙ্গে কোনো সংলাপ নয়। তারা মানুষকে সম্মান দিতেও জানে না, নিতেও জানে না। ২০১৯ সালের আগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানান তিনি।

 

আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু  অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থানে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।

 

জনগণ ২০ দলের হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপির জ্বালাও-পোড়াও হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। এ জন্য দেশবাসীকে ধন্যবাদ জানাই।

 

Share this post

scroll to top