সানিয়া মির্জা-শোয়েব মালিকের আপাত সুখী বিবাহিত জীবনে একাধিকবার বিতর্কের কালো মেঘ নেমেছে। কিন্তু মেঘ সরে গিয়ে আবারও আলোর দেখাও মিলেছে। কিন্তু সম্প্রতি সানিয়া-শোয়েবের জীবনের একাধিক ঘটনা সাজালে দেখা যাবে যে, তাদের বিবাহিত জীবনে হয়তো সুখ নামক শব্দটা আপাতত নির্বাসনে চলে গেছে।
২০১০ সালে সানিয়া সাতপাকে বাঁধা পড়েন শোয়েবের সঙ্গে। বরাবরই নিজের সম্পর্কে স্ট্রেট ব্যাটেই খেলেছেন সানিয়া। কিন্তু এ মুহূর্তে তাঁকে শোয়েবের ব্যাপারে কিছু জানতে চাওয়া হলেই তিনি এড়িয়েই যাচ্ছেন। সানিয়া আইপিটিএল ও নিজের টিভি-শো নিয়েই ব্যস্ত রয়েছেন। সেভাবে শোয়েবের সঙ্গে দেখা সাক্ষাৎও হচ্ছে না টেনিসের গ্ল্যামার কুইনের।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই সানিয়া-শোয়েবের নিজেদের মধ্যে সমস্যা চলছে বলে গুঞ্জন বেরিয়েছে। সানিয়ার বাবা ইমরান মির্জা ব্যপারটি ধামাচাপা দিয়ে বলেছিলেন যে, তার মেয়ে-জামাইয়ের সম্পর্কে যথেষ্ট মজবুত।
জুলাই মাসেই সানিয়া নিজের একটি ট্যুইটার অ্যাকাউন্টে তার আর শোয়েবের একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন। সেখানে শোয়েব হাঁটু গেড়ে সানিয়াকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। সানিয়া ছবিতে লিখেছেন ‘প্রোপোজাল আফটার প্রোপোজাল’।
এই ছবির মাধ্যমে সমালোচকদের ভুল প্রমাণ করতে চেয়েছিলেন সানিয়া। কিন্তু আবারও বিতর্ক বাঁধছে সেই ছবিকে ঘিরে। হঠাৎই ট্যুইটার থেকে সেই ছবি হাওয়া হয়ে গিয়েছে। ব্যাপারটা কী? সন্দেহ দানা বেঁধেছে সানিয়া-শোয়েবের ঘণিষ্ঠ মহলেও।
সোশ্যাল মিডিয়াতে সানিয়া বেশ ভালোভাবেই বিচরণ করেন। সবসময় আপডেটও দেন। শোয়েবকে সদ্যই তার এক ভক্ত প্রশ্ন করে বসেন, ‘আচ্ছা আপনার আর সানিয়ার একসঙ্গে কোনও ছবি ফেসবুকে নেই কেন?’ এই প্রশ্নের উত্তরে বেশ বিরক্তির সঙ্গেই শোয়েব বলেন, ‘প্রশ্নটা সানিয়াকেই করুন।’
তাহলে দু’জনের ব্যবধান কী ক্রমশই বাড়ছে? সর্বত্রই এই গুঞ্জন ছড়াচ্ছে। তাহলে সানিয়া-শোয়েব কী এবার বিবাহ-বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন? বিভিন্ন সূত্রের খবর ঘর ভাঙতে চলেছে সানিয়ার। দেখা যাক মিয়া-বিবি শেষ পর্যন্ত একসঙ্গেই থাকেন কি না।