DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

অনাকাংখিত ঘটনাঃ সীমান্তে ফেনসিডিলসহ ৩ পুলিশ সদস্য আটক

ফেনসিডিলসহ-আটকচুনারুঘাট সীমান্ত এলাকায় ফেনসিডিলসহ ৩ পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটকরা হলেন- চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) আরিফ, কনস্টেবল আবুল কালাম ও কমল দে।

বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট সীমান্ত এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা ৩৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করে। এ সময় আটকরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পরে তদন্ত করে দেখা গেছে, আটক ৩ জনই চুনারুঘাট থানায় কর্মরত রয়েছেন।

বিজিবির ৪৬ লে. কর্নেল নাছির ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক প্রথম বাংলাদেশকে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থলে ছু্টে আসেন। বিষয়টি নিয়ে পুলিশের সাথে বিজিবির আলোচনা চলছে।

তিনি বলেন,  ‘সীমান্ত এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করলে অবশ্যই বিজিবিকে জানাতে হয়। কিন্তু আটকরা সাদা পোশাকে ছিল এবং ফেনসিডিলসহ পুলিশ ছাড়া আর কেউ ছিল না।’

রাত দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সদস্যরা বিজিবির কাছে আটক ছিল।

আটক এসআই আরিফ বলেন, ‘পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে।’

তবে সাদা পোশাকে সীমান্ত এলাকায় কেন এ অভিযান চালানো হয়েছে, এ প্রশ্নের জবাবে আরিফ কোনো উত্তর দিতে পারেননি।’

Share this post

scroll to top
error: Content is protected !!