DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

দেশের আইন-শৃংখলা পরিস্থিতির দারুন অবনতিঃ রাজধানীতে বাসায় ঢুকে ৩ জনকে গুলি করে হত্যা

বুধবার রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের একদিন পার হতে না হতেই বৃহস্পতিবার মগবাজারে এক বাসায় ঢুকে তিনজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রাত আটটার দিকে মগবাজারের সোনালীবাগের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন।





কাইল্যা বাবু নামে স্থানীয় এক সন্ত্রাসী চাঁদাবাজি করতে গিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে বলে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন।





নিহতরা হলেন- বৃষ্টি ওরফে রানু (৩০), মুন্না (২২) ও বেলাল (২০)। আহতের নাম হৃদয় (১৮)।





ঢাকা মেডিক্যাল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তিনজকে মৃত ঘোষণা করেন। আহত অপর জন হৃদয় হোসেনের (১৮) অবস্থা আশঙ্কাজনক। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি হাসান মাহমুদ খন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





স্থানীয়রা জানায়, শীর্ষ সন্ত্রাসী কালা বাবু বাহিনীর সন্ত্রাসীরা ওই বাড়িতে ঢুকে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন, মুন্না ও বৃষ্টি গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হৃদয় বৃষ্টির ছোট ভাই। 





রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, একটি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কেন্দ্র করে সন্ত্রাসীরা চাঁদা দাবি করছিল। কালা বাবুর নেতৃত্বে সাত-আট জন সন্ত্রাসীর একটি গ্রুপ বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। একই ধরনের তথ্য জানান নিহত বৃষ্টির ভাই শামীমও। 





প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে রমনা থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে দুর্বৃত্তরা পিস্তল ও দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার পরই তারা পালিয়ে যায়। 





স্থানীয় লোকজন জানিয়েছে, টিন শেডের একটি বাড়ি দখলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। গোয়েন্দা পুলিশের ক্রাইম সিন টিম, ঢাকা মহানগর গোয়েন্দা টিম, থানা পুলিশ এবং র‌্যাবের টিম পৃথকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত পর্যবেক্ষণ করেছে। ঘটনাস্থল থেকে সাতটি গুলির খোসা ও তিনটি ছোরা জব্দ করা হয়েছে। 





এদিকে গুলির খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এর মানে এই নয় যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। আইজিপি বলেন, শীঘ্রই জড়িতদের আইনের আওতায় আনা হবে।





এর আগে বুধবার রাত ৮টার দিকে ১৭৪ পূর্ব রাজাবাজারের একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলার বাসায় হজে যাওয়ার বিষয়ে আলোচনার কথা বলে ঢুকে মাওলানা ফারুকীকে (৫০) গলা কেটে হত্যা করা হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!