DMCA.com Protection Status
ঈদ মোবারক

মিথ্যা বেশি বলেন পুরুষরা!

a_couple_by_Dueto_variavelকথায় বলে নারীর মনে আর এক  মুখে আরেক। কিন্তু এবার এক গবেষণা কথাটিকে পুরো উল্টে দিয়েছে। গবেষকরা জানিয়েছেন, পুরুষরাই বেশি মিথ্যা কথা বলেন।

গবেষণায় দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষরা বেশি সংখ্যায় মিথ্যা কথা বলে থাকেন। একজন নারী সাধারণত কাউকে কষ্ট দিতে না চাওয়ার কারণে সত্যি কথা চেপে রাখেন। সেখানে একজন পুরুষ নিজের পয়সা বাঁচাতে বা কোনো বাজি জিততে মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন। তবে সব ক্ষেত্রেই তা নয়।

গবেষকেরা জানিয়েছেন, একজন পুরুষ সপ্তাহে অন্তত চারবার মিথ্যা কথা বলার বা সত্যি লুকিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু নারীরা সেক্ষেত্রে সপ্তাহে মাত্র তিনবার এমনটা করে থাকেন। কোনো সমস্যা থেকে বেরোবার জন্যেও পুরুষ মিথ্যাযর আশ্রয় নেন। কখনও কখনও কোনো ঘটনাকে অনেক রং চড়িয়ে বলার চেষ্টা করেন।

প্রায় দুই হাজার ব্রিটিশ পুরুষের ওপর এ বিসয়ে জরিপ চালানো হয়। এতে দেখা যায়, পুরুষরা সবচেয়ে বেশি মিথ্যা নিজের মানসিক পরিস্থিতি নিয়ে। শত সমস্যা থাকলেও, তারা বলে থাকেন ‘আমি ঠিক আছি’।

পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় মিথ্যা হলো, কোনো উপহার পছন্দ না হলেও তারা সেটি পছন্দ করার ভান করেন। এছাড়াও কোনো জিনিসের দাম ও নিজের অসুস্থতা নিয়েও মিথ্যার আশ্রয় নেন পুরুষরা।

Share this post

scroll to top
error: Content is protected !!