DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘সেভ গাজা’ হাতে পরে বিপাকে ইংলিশ ক্রিকেটার মঈন আলী

2tyrxiho_87949ভারত-ইংল্যান্ড টেস্টে এবার রিস্ট ব্যান্ড বিতর্ক৷ ‘সেভ গাজা’ ও ‘সেভ প্যালেস্তাইন’ লেখা ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি ৷ গাজার সমর্থনে রিস্ট ব্যান্ড পরায় এবার আইসিসি’র কোপে ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি৷



গাজার সমর্থনে ওই রকম কোনো রিস্ট ব্যান্ড পরার উপর নিষেধাজ্ঞা জারি করল আইসিসি৷



আইসিসির আচরণবিধি অনুসারে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় দিন ওই ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন পাক বংশোদ্ভূত ইংরেজ ব্যাটসম্যান মঈন৷ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতেই মঈন সম্ভবত ওই দুই ব্যান্ড পরেছিলেন।



মঈন ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহের কাজের মঈন বরাবরই একজন সমর্থক। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ চলাকালে এ ধরনের ব্যান্ড পরা নিয়ে দানা বাধে বিতর্ক৷



ঘটনার তদন্ত শুরু করে আইসিসি৷আইসিসি’র নিয়মে অনুমতি ছাড়া কোনও  খেলোয়াড়ের আর্ম ব্যান্ড বা পোশাক বা ব্যাট-প্যাডে বা অন্যান্য সরঞ্জামে কোনো বার্তা দেওয়া নিষিদ্ধ। শেষ পর্যন্ত  ওই রিস্ট ব্যান্ড পরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ 

Share this post

scroll to top
error: Content is protected !!