DMCA.com Protection Status
title="শোকাহত

৫ই জানুয়ারীর নির্বাচন নিয়ে বৃটিশ প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছেঃমির্জা ফখরুল

images (2)প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস বাংলাদেশ’ আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন গণতান্ত্রিক বিশ্বের কাছে ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তিনি প্রধানমন্ত্রীকে সমঝোতার মাধ্যমে সব দলকে নিয়ে একটি প্রতিনিধিত্বশীল নির্বাচন করার কথা বলেছেন। কিন্তু সরকারের মন্ত্রীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের বিষয় নিয়ে বেমালুম মিথ্যাচার করে বিভ্রান্তি ছড়াচ্ছেন।’

আওয়ামী লীগ দুর্নীতি, মিথ্যাচার ও দলীয়করণ করে দেশের সব অর্জনকে নষ্ট করছে এবং শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে দাবি করে তিনি বলেন, ‘এখন আর বসে থাকার সময় নেই। শিক্ষিত মানুষদের সংগঠিত হয়ে এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ আজ দেশকে কোথায় নিয়ে যাচ্ছে তা ভাবতে হবে।’

দেশ এখন গভীর সঙ্কটের মধ্যে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘সঙ্কট খুব গভীর। এ সঙ্কট থেকে উত্তরণ ঘটাতে হবে। এর আগে দেশের মানুষ বহুবার আন্দোলন করেছে। এখনও আন্দোলনকে একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য জনগণ প্রাণপণ চেষ্টা করছে।’

বেগম খালেদার ডাকে সাড়া দিয়ে তিনি এ আন্দোলনে সবাইকে শরীক হওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাবির সাবেক প্রো ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, সদরুল আলম প্রমুখ।

পাঠকদের সুবিধার্থ নীচে ব্রিটেন সরকারের ওয়বসাইটের সংবাদটি তুলে ধরা হলোঃ

placeholder

Both the Prime Ministers spoke about eliminating child marriage, 5th January’s Bangladesh election, development goals and the Bangladeshi diaspora

 

 

Following the meeting, a Downing Street spokesperson said:

The PM met with Prime Minister Hasina of Bangladesh this morning ahead of the Girl Summit. The PM welcomed Bangladesh’s commitment to eliminating child marriage and the two leaders agreed on the need for a strong follow up on this commitment. PM Hasina also discussed the latest work on empowering and educating women and girls in Bangladesh.

The PM noted our disappointment over the January 2014 Bangladesh election with more than half of constituencies uncontested. They agreed on the importance of an open society and political system in which democratic political participation and media freedoms are respected.

The leaders also agreed to work together on post 2015 development goals. Finally they welcomed the important role of the Bangladeshi diaspora in the UK and the contribution they make to its cultural and economic life.

 

 

 

Share this post

scroll to top
error: Content is protected !!