DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আওয়ামী লীগ ও সরকারে নীতি নির্ধারনী অবস্থান নিশ্চিত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন জয়

JOY-e1403552080906প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের এক ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলের এক কেন্দ্রীয় নেতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল জয়ের সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদকসহ সম্পাদকমণ্ডলী এবং কার্যানির্বাহী কমিটির সদস্যদের এই ঘরোয়া বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলীয় প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কৌশল নিয়ে আওয়ামী লীগ নেতারা জয়ের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রসঙ্গত, সজীব ওয়াজেদ জয় রমজানের আগ থেকেই স্ত্রী-সন্তানসহ দেশে অবস্থান করছেন। তিনি এবার দেশে এক মাস অবস্থান করবেন বলেও জানা গেছে।

এছাড়াও দলীয় সূত্রে জানা যায়, আগামীকাল বিকেলে রাজধানীর পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে প্রধানমন্ত্রীর এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের উদ্যোক্তাদেরও এক বৈঠক অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!