DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঝুলানো হয়েছে সাত আসামির ছবিঃ চট্টগ্রামে আকাশ ও সমুদ্রবন্দরে সর্বোচ্চ সর্তকতা

image_89854_0নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনসহ শীর্ষ সন্ত্রাসীরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে জন্য তাদের ছবি চট্টগ্রাম সমুদ্রবন্দরের ইমিগ্রেশন শাখায় ঝুলিয়ে দিয়েছে নগর পুলিশ। এছাড়া তাদের পাসপোর্ট নম্বরসহ যাবতীয় তথ্য দিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে দু’বন্দরেই।





নগর পুলিশের উপ-কমিশনার (সদর) মাসুদ উল হাসান দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘নারায়ণঞ্জের ঘটনায় প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনসহ সাতজনের ছবি চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে। যাতে করে তারা ছদ্মবেশেও পালাতে না পরে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’





এদিকে দেশের সব স্থল ও আকাশ পথ দিয়ে আসামিরা যাতে কোনো কৌশলেই দেশত্যাগ করতে না পারে সে জন্য ছবিসহ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে পুলিশ ও বিজিবির পক্ষ থেকে।





সিএমপি সূত্র জানায়, সোমবার দুপুরে নূর হোসেনসহ প্রত্যেক আসামির নাম, পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য সিএমপিতে পাঠিয়ে ইমিগ্রেশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর।





পুলিশ সদর দপ্তরের আদেশের পরিপ্রেক্ষিতে সিএমপির পক্ষে মঙ্গলবার সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরের ইমিগ্রেশন শাখায় সাতজনের ছবি পাঠানো হয়। দুপুরে চট্টগ্রাম বন্দরে এবং সন্ধ্যায় বিমানবন্দর ইমেগ্রেশন বিভাগে সাত আসামির ছবি ঝুলিয়ে দেয়া হয়।





উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করে সন্ত্রাসীরা। এরপর বুধবার দুপুরের পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নূর হোসেনসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই তারা আত্মগোপন করে।

Share this post

scroll to top
error: Content is protected !!