DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

গোলাম আযমের মৃত্যুতে কওমিপন্থি সহ বিভিন্ন ইসলামী দলের শোক প্রকাশ

azam {focus_keyword} গোলাম আযমের মৃত্যুতে কওমিপন্থিদের শোক azam1ঢাকা: বাংলাদেশের কওমি মাদরাসাভিত্তিক ধর্মভিত্তিক দলগুলোর নেতারা গোলাম আযমের মৃত্যুতে বিবৃতি, বক্তব্য ও সামাজিক যোগাযোগ সাইটে স্ট্যাটাসের মাধ্যমে শোক প্রকাশ করেছেন। যদিও জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী ইসলাম ও কোরআন নিয়ে ‘বিকৃত’ ব্যাখ্যা দিয়েছে তাই এ মতবাদ থেকে দূরে থাকার ফতোয়া দেন তারা। বাংলাদেশের কওমি মাদরাসাভিত্তিক এই দলগুলো শোক প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করেছেন।

২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক ও মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের গোলাম আযমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাদের দল খেলাফত মজলিসও শোকাহত।

শুক্রবার দলের প্রচার সম্পাদক আবদুল জলিলের স্বাক্ষরিত শোকবাণীতে এই দুই নেতা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্ত্বপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক পাকিস্তান আমলে মালেক মন্ত্রিসভার সদস্য ছিলেন।

এদিকে আদর্শিক বিরোধ থাকার পরও গোলাম আযমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দেয়ায় কওমিদের অনেকে সমালোচনাও করেছেন। অনেক আলেম বলেছেন, দেওবন্দি আক্বাবিরদের পথ থেকে সরে এসে রাজনীতির স্বার্থে জামায়াতের পাশে এসে দাঁড়িয়েছে কওমিপন্থি রাজনীতিকরা।

ছাত্রশিবিরের সভাপতি ছিলেন বর্তমানে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের। এরপর জামায়াতের সহযোগী হিসেবে না থেকে যুবশিবির নামে সংগঠন গঠনের চেষ্টা করলে তাকে বহিষ্কার করা হয়। ১৯৯০ এর দশকের দিকে তিনি শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন। এরপর থেকে কওমিপন্থি নেতাকর্মীদের মধ্যে তিনি তাত্ত্বিক হিসেবে জায়গা করে নেন।

গোলাম আযমের মাগফেরাত কামনা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। শুক্রবার দলটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা মহিউদ্দীন ইকরাম শোক জানান। দলটির প্রচার সম্পাদক মাওলানা অলিউল্লাহ আরমান এ তথ্য নিশ্চিত করেন শুক্রবার সন্ধ্যায়। অথচ অখণ্ড ভারতপন্থি কওমি মাদরাসাভিত্তিক এ দলটিও সবসময় জামায়াতের এবং গোলাম আযমের সমালোচনা করে এসেছে।

ফেসবুকে শুক্রবার সকালে রুহের মাগফেরাত কামনা করেন মুফতি ফজলুল হক আমিনী প্রতিষ্ঠিত খেলাফতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি বলেন, ‘আমরা মরহুমের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছি এবং তার শোক সন্ত্বপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল মোবিন ও ভারপ্রাপ্ত মহাসচিব আবু তাহের চৌধুরী। দলটির সহকারী প্রচার সম্পাদক এসএম ইসমাইল হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে তারা বলেন, অধ্যাপক গোলাম আযম ছিলেন ভাষা আন্দোলনের রূপকারদের অন্যতম। তিনি একজন সৎ, ত্যাগী ও নিষ্ঠাবান পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি আজীবন ইসলাম ও ও ইসলামি আন্দোলন এবং দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি জীবদ্দশায় ডাকসুর সাবেক জিএস, রংপুর কারমাইকেল কলেজ ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সম্মানিত অধ্যক্ষ ছিলেন। তিনি উপমহাদেশের ইসলামি সাহিত্যের লেখকদের মধ্যেও ছিলেন অন্যতম। তার ইন্তেকালে দেশ ও জাতি একজন সাচ্চা দেশ প্রেমিক নেতাকে হারালো।

ইসলামিক পার্টির বিভক্ত অংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমএ রশিদ প্রধানও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!