DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সেনাবাহিনী মাঠে থাকায় নির্বাচন সুষ্ঠু হয়েছেঃএইচ টি ইমাম

267572_257341224283459_4695013_nসেনাবাহিনী মাঠে থাকায় দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চতুর্থ ধাপের নির্বাচন সামগ্রিকভাবে সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এইচটি ইমাম। ৯১টি উপজেলায় ভোটগ্রহণ শেষে গতকাল বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। 

আওয়ামী লীগের এই উপদেষ্টা বলেন, সেনা তত্পরতায় আগের তিন ধাপের চেয়ে চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) দায়িত্বরত সেনাসদস্যদের সরাসরি পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়ায় নির্বাচন সুষ্ঠু হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এ জন্য তিনি প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীনের রুটিন দায়িত্বে থাকা মো. আবদুল মোবারককে ধন্যবাদ জানান।

ব্রিফিংয়ে এইচটি ইমাম বলেন, বিগত ধাপগুলোতে দেখা গেছে ধীরে ধীরে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে। আশা করছি, চতুর্থ ধাপেও জনসমর্থন বাড়বে।

1395600832.বিএনপি-জামায়াত সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে ভোটদানে বাধা দিয়েছে বলে অভিযোগ করে এইচটি ইমাম বলেন, মাওলানা সাঈদীর ছেলে মাসুম সাঈদীর সমর্থকরা পিরোজপুরের বিজয়নগর কেন্দ্র জোরপূর্বক দখল করেছে। জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় সেখানে সংখ্যালঘুদের ভোটদানে বাধা দেওয়া হয়েছে। 

এছাড়া কুমিল্লার মেঘনা, ব্রাহ্মণবাড়িয়াসহ যেখানে সংখ্যালঘু বেশি রয়েছে বিএনপি-জামায়াতপন্থীরা সেসব জায়গায় ভোটকেন্দ্র দখল করেছে এবং সংখ্যালঘুদের ভোটদানে বাধা সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার উকিল প্রমুখ।

 

 

Share this post

scroll to top
error: Content is protected !!