DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আর ফিরবে না বিমানটি, বেঁচে নেই কেউইঃমালয়েশিয় প্রধানমন্ত্রী

আর ফিরবে না নিখোঁজ বিমানটি। ২৩৯ জন যাত্রীর মধ্যে কারো বেঁচে থাকার সম্ভাবনাও নেই। টানা ১৬ দিন ধরে নিখোঁজ বিমানটির অনুসন্ধান শেষে এমন কথাই জানিয়ে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।





1395678446.এ প্রসঙ্গে নাজিব রাজাক বলেন, নতুন তথ্য বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হয়েছি যে, বিমানটি ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলেই বিধ্বস্ত হয়েছে এবং বিমানের ২৩৯ আরোহীর পরিবারকে এ বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে।





তিনি আরও বলেন, এটা অনেক দূরবর্তী একটা জায়গা। যেকোনো তীর থেকে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব। তাই নতুন তথ্য উপাত্তের ভিত্তিতে আমি গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি, এমএইচ৩৭০ দক্ষিণ ভারত মহাসাগরেই বিধ্বস্ত হয়েছে।





সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। তারা জানায়, মালয়েশিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে বিমানের আরোহীদের পরিবারকে একটি বার্তায় জানানো হয়েছে- বিমানটি হারিয়েই গেছে এবং আরোহীদের কেউই বেঁচে নেই, এ ব্যাপারো আর কোনো সন্দেহ নেই।





image_80779প্রসঙ্গত, গত ৮ মার্চ মালয়েশীয় এমএইচ৩৭০ ফ্লাইটের বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়। এর পর বাংলাদেশসহ বেশকয়টি দেশ তাদের নিজ নিজ জলসীমার মধ্যে বিমানটির খোঁজে তল্লাশি চালায়। 





এ আন্তর্জাতিক প্রচেষ্টা শুরুর পঞ্চম দিনে এসে সোমবার দিবাগত রাতে মালয়েশীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানালেন, বিমানটি দক্ষিণ ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এ ব্যাপারে তারা নিশ্চিত হয়েছেন।



 

Share this post

scroll to top
error: Content is protected !!